মহাকাশে, ছায়াপথে -
যেথায় তারাদের মেলা বসে,
আমার দৃষ্টি যেখানে যায় থমকে,
কিম্বা গ্যালাক্সীর বিশালতায়,
গভীর রাত্রীর তারাদের মেলায়,
জ্বলজ্বল কর তুমি।
তোমায় ছুঁতে মন চায়
তবু সেথায় নাহি যেতে পাই।
রাতের নিস্তব্ধ একাকিত্বে
একাকি নিভৃতে
মন তোমার আলোয় আলোকিত হতে চায়।
চলে আসো তুমি কল্পনায়।
এ তো আনুভুতি নিয়ে কোন খেলা নয়,
এ মনের রাজ্যের রাজত্ব,
দূর ঐ মহাকাশেতে থাকে রাজকণ্যা
তাকে পেতে এই যুবরাজের বইছে অশ্রুবণ্যা।
দেখা যায়না, পথে আছে কৃষ্ণ গহ্বর
দুরত্ব যে শত কোটি আলোকবর্ষ দূর
শুধু অনুভব করা যায় সময়-যন্ত্রের সহায়তায়।