রংধনু তুমি - সৌন্দর্যর প্রতীক
সাত রঙে আঁকা,
তোমার প্রতিটি রঙেই রয়েছে পবিত্রতা
মানুষের প্রতি ভালোবাসা।
তোমার চারপাশে মেঘ খেলা করে
বৃষ্টি হয়ে ঝরে পড়ে;
তুমি থাক দুর ঐ আকাশেতে।
তোমার সৌন্দর্য দেখা যায় - ছোঁয়া যায়না;
বিশালতার প্রতীক তুমি
থাক দিগন্ত রেখার কাছাকাছি,
তোমার সৌন্দর্য পবিত্রতায় বেঁচে আছি।
অপলক দৃষ্টিতে –
চেয়ে চেয়ে দেখি তোমার সৌন্দর্য।
রংধনু, তুমি না থাকলে -
এক পশলা বৃষ্টি - এত মধুর হতনা,
আকাশেতে কোন বিচিত্রতা থাকতনা।
মেঘেদের রাজকণ্যা – রংধনু তুমি
সাতরঙে আঁকা
দুর হতে তোমাকে জানাই – হাজার কোটি ভালোবাসা।