ভেঙ্গে গেছে
ভাঙ্গুক না, ভাঙ্গাচোরা বাসাটা !
আশেপাশে সবাই চুপ, মুখেতে কুলুপ,
চায়ের আড্ডায়, খাবার টেবিলে ।
ভেঙ্গেছে ভাঙ্গুক না, পাখির বাসাটা ।
বেঁচে আছে তো, নিঃশ্বাস বইছে
আকাশ থেকে বৃষ্টি নামছে, পাখিটা
ভিজছে ভিজুক না, ভাঙ্গাচোরা বাসাটা
কি হবে আর থেকে !
আট কোটি পাখির বাসা
ছোট বাসা, বড় বাসা,
এটা কি রাণী ভিক্টোরিয়ার বাসা ?
পাখিজোড়া বৃষ্টিতে ভিজবে, রোদে পুড়বে,
যাক না দিন, নুতন বাড়ি বানাবে ।
বোকার দল !
আকাশেতে উড়ে বেড়াক না,
যত উড়বে, তত ক্লান্ত হবে,
খোলা আকাশে থাকতে চায়
থাকুক না, নুতন ঘর বানাবে – যখন থাকবে না কোন উপায়।
খড় কুটো সব – জমা করা আছে, তবে
নুতন ঘর বানাবে না, কেন?
আট্টালিকায় উঠবে ?
নাকি অলস প্রহর গুনবে ?
অতসব চিন্তা করে লাভ নাই
যাচ্ছে দিন, যাকনা !
ভেঙ্গে গেছে বাসাটা – ভাঙ্গুক না !
কারো কিছু যায় আসেনা।