রাত্রি এক নিশ্চুপ নীরবতা
রাত্রির বুকে জমে থাকে
না বলা কথকতা
সকালের আলো আসে
রাত্রির লোমশ বুক মারিয়ে
তবু সে কথারা যায় নাকো হারিয়ে।
দিন যায় আসে রাত,
বাড়ে জীবনের বয়স,
সুখে বা দুঃখে এভাবেই
বেঁচে থাকে মানুষ।