চাঁদ, হে তুমিই চাঁদ
কি অপরূপ দেখতে লাগে তোমায়
সোনালী আভায় কি অপরূপ
সাজিয়েছো তোমার দেহ


শত বছর আগে যেমন দেখছি তোমায়
আজো আছো ঠিক তেমন  
তেমনি থেকে যাবে যুগ যুগ ধরে
প্রকৃতির সৌন্দর্যের মণি তুমি
তুমিই হিম বাতাসে আলোর বৃষ্টি
জড়ানো সেই চাঁদ


শুধুই কি তুমি চাঁদ, না
তুমি রাতের আকাশে
যেন সহস্র কলির একটি ফুটন্ত গোলাপ
ফুটে আছো তুমি হাজার বছর ধরে
প্রেমিক হৃদয়ে প্রেম প্রেয়সী হয়ে ।।