জীবনে কি পেলাম আর কি হারালাম
তার কাছে নেই তার দাম
মনমরা হয়ে থাকি, মনে তার ছবি আঁকি
সে কি দেবে ধরা, নাকি দেবে আমায় ফাঁকি
মেঘ ভরা আকাশে দেখি তার মুখ
সারাদিন আমি কেঁদে ভাসাই বুক
বুকে আছে কান্না, মুখে আছে হাসি
নিছক হলেও আমি তাকেই ভালোবাসি।।


সারা জীবনের দুঃখ নিয়ে চলেছি এ ভবে
জানি না থামবো কোথায় নাকি ঘুরবো এভাবে
আসা যাওয়া পথের ধারে গান গেয়ে মোর কেটেছে দিন
যাবার বেলায় দেব কারে বুকের কাছে বাজলো যে বীণ
অনেক দিনের আমার যে গান আমার কাছে ফিরে আসে
তারে আমি শুধাই তুমি ঘুরে বেড়াও কোন বাতাসে
যার আশা আজ শূন্য হলো কী সুর জাগাও তার পাশে
ভোলা দিনের বাহন তুমি স্বপ্ন ভাসাও দূর আকাশ।।


ফিরে এসো না আর আমার জীবনে কষ্ট দিয়ে শত
দেখবে জলে ভাসছে নয়নে ব্যথা যে মোর কত
জীবন হয়তো বদলে যাবে, তোমার আকাঙ্ক্ষায়
যাও তোমায় উড়তে দিলাম আর দিলাম চিরবিদায়।।