সময়ের স্রোতে ভাসমান সেই প্রাণ চঞ্চল দিনগুলি
পুরনো দিনের গুচ্ছ কাহিনী  মনের অন্তঃকরণে,
স্মৃতি অন্বেষণে খুঁজে পাওয়া সেই পুরনো ডায়েরি
অস্তিত্বের জানান দেয় বিবর্ণ মলাটের আবরণে।

আজ শ্রাবণের শেষ প্রহরে জলবিন্দুর স্পর্শে
ভাবনায় মন যায় হারিয়ে  স্মৃতির পত্ররন্ধে,
সেই দিনের ডায়েরিটা  হয়ে গেছে ডিজিটাল
অতীত ও বর্তমান যেন সমন্বিত এক নিবন্ধে।
      
সুদূর দিগন্ত ছেয়ে আছে কালো মেঘের আবরণে
মনের অলিন্দে সঞ্চরণশীল সেই দিনের স্মৃতি,
এমন এক অপরাহ্নে তাকিয়ে থাকি গগন পানে।
আকাশ জুড়ে লুকোচুরি, মেঘ বরণের প্রস্তুতি।।


         .................