গহীন রাতে খোলা মাঠে শেয়াল হাঁকে
আমি তখন দাঁড়িয়ে ছিলাম পথের বাঁকে।
হঠাৎ যেন একটি পাখি উড়ে যায়,
হারিয়ে যায় দিগন্তের শেষ সীমানায়।

আমি তখন চেয়ে থাকি এক পলকে,
ভাবনায় নিমজ্জিত সাগরের বুকে।
অমাবস্যার আঁধার রাতে একলা দাঁড়িয়ে,
একরাশ ভীতির মাঝে যায় পথ হারিয়ে।

নিশুতি রাতে ঝিঁঝিঁ পোকার ডাকে,
শিউরে উঠি , কিন্তু দেখিনি কাউকে।
কাকতাড়ুয়া দাঁড়িয়ে আছে ধানের ক্ষেতে,
   আমি তখন ব্যাকুল পথ খুঁজে নিতে।