আম্রকাননের দৃশ্যপটে সবুজবরন সাজ
অপেক্ষায় আছে পক্কতা লাভের,
কালবৈশাখীর ঝাপটা সামলে নিয়ে
খানিকটা গর্বিত নিজের বাহারি রূপের।


অন্তহীন অরণ্যে মহীরূহের ছায়া
পাখিদের কলকাকলিতে পায় মুগ্ধতা,
আসছে রসালো ফলের মাস জ্যৈষ্ঠ
দাবদাহের মাঝে আসবে পরিপূর্ণতা।


পথের ধারে সবুজের মাঝে কৃষ্ণচূড়া
রঙিন আলোয় আকাশ যেন উদ্ভাসিত,
বেগুনি রংধনু নিয়ে ফুটেছে জারুল ফুল
রূপের বিচিত্রতা প্রকৃতির অন্তর্নিহিত।
  
    অমিতাভ চক্রবর্তী,
   ১১/০৫/২০২৪ ইং