আগুন ঝরাচ্ছে সূর্য, রোদ নয়
ঊর্ধ্বমুখী পারদ চল্লিশের চৌকাঠে,
        নেই বৃষ্টির কোনো ইঙ্গিত
অতিষ্ঠ  জনজীবন গরমের দাপটে।


গ্রীষ্মের শুরুতেই এমন তাপপ্রবাহ
            সূর্যের উত্তাপ বেড়েই চলে,
তপ্ত দুপুরে কবিতা হয়ে গেছে ছন্দহীন
কাঠফাটা রোদে উষ্ণতার সমান্তরালে।


হয়তো নামবে বৃষ্টি এই প্রকৃতির বুকে
প্রশমিত হবে  সূর্যতাপের প্রখরতা,
    দিন গড়িয়ে সন্ধ্যা নামবে
বিলীন হবে  উত্তাপ মুখী উষ্ণতা।


দিনের শেষে আসবে কালবৈশাখী
কিন্তু  কারো ক্ষতি যেন না করে,
চাতকের মত এক বিন্দু জলের অপেক্ষায়
চেয়ে থাকি দিগন্তের সেই  মেঘ সাগরে।।


    
রচনা কাল -১৭/০৪/২০২৩ ইং