রক্ত পতাকা কাঁধে নিয়ে, আমরা চলেছি রাজপথে,
মিছিলে চলেছি আমরা, উত্তর থেকে দক্ষিনে,
মিছিলে চলেছি আমরা, পূর্ব থেকে পশ্চিমে।
শহর থেকে গ্রাম গ্রামান্তে, প্রান্ত থেকে প্রান্তরের পথে।


পথে আসছে নেমে, স্বৈরাচারী শাসকের শত শত বাঁধা।
আমরা চলেছি নিরন্তর, বুকে নিয়ে শহীদের শোকগাথা।
শ্লোগানে শ্লোগানে উঠছে ভেসে শ্রমজীবী মানুষের অব্যক্ত অনেক ব্যাথা।
আমরা চলেছি মিছিলে, সাথে নিয়ে মানুষকে দেয়া অঙ্গীকারের কথা।