কুরানে, পুরাণে ভরবেনা ওদের ছোট্ট শিশুমন।
ওদের চাই সহজ পাঠ আর কিশলয়ের আহরন।
গনিত-বিজ্ঞ্যান শিক্ষায় হতে পারে ওদের পূর্ণ পরিস্ফুটন।
ইতিহাস শিক্ষা ওদের দেবে পূর্ব স্মৃতির উন্মেলন।
ভূগোল শিক্ষায় শিখবে ওরা দেশ-বিদেশের সমীকরণ।
ধর্ম শিক্ষায় ঘটেনা ওদের মানসিক পরিস্ফুরন।
তাই গড়তে ওদের, সমাজের এক মহানজন,
হাতে তুলে দি গনিত,বিজ্ঞ্যান,ভূগোল ইতিহাস সর্বক্ষণ।