নয়ন মেলে দেখি তোমায় অবাক হয়ে চেয়ে
মুদলে আঁখি দেখি তুমি সর্বময় ছেয়ে ।
আমার যজ্ঞে তুমি হোমে তুমি,
কখন যেন হয়ে গেলাম শুধুই তুমিময় ।


তুমি আমার ভোরের শিশির রৌদ্র সোনার,
অমানিশায় আলোর দিশা ।
আমার কল্পলোকের স্বপ্ন তুমি তৃপ্তি তুমি নেশা,
শিশমহলের অলিন্দে আমার তুমি আলোর শিখা ।


আমার চৈতন্যে অচৈতন্যে আমার ভাবজগতে তুমি
আছ হরষে বিষাদে উদ্যমে আমার উষ্ণতায়  তুমি
আমার গীতায় চিতায় পূজায় তুমি -আমি তুমিময়
তোমার মাঝেই পাই খুঁজে এক তৃপ্ত আমি অনুরক্ত মুগ্ধ অনুচর ।
______________________
অমিতাভ(১.২.২০১৮) ৮-১৫