ভরানদীতেও নেই আমি
নেই পুতিগন্ধময় ডোবার ভিতর।
চাইনা পারিজাত ফুল, আমি আছি হাসনুহানায়
আছি কল্মিলতায় আমি জলফড়িংয়ের সাথে,
চাইনা তো বসরাই গোলাপ আমার।


আমি যে হাটুজল পার হওয়া আত্রেয়ির সাথে
ঝরা বকুলে আমি, আছি ওই শিউলির সাথে ...
আমাকে চলতে দাও আপনার মনে
ধু ধু মাঠ নদীতীর সাল তমালের বনে বনে,
দোলবেদি, শীতলাতলায় আমি আছি
আছি নিকোনো উঠোনের কোণে ছাতিমতলায়।


চাইনা অসম সুখ আমি লাস ভেগাসের কিংবা অস্থির অস্থায়ী প্রেম আর ভালবাসা পেতে ,
রেশমী আদর দিয়ে প্রলুব্ধ করার পর
নেশাতুর কোরে দিয়ে ওরা যে শুধু মরীচিকা ...


চাইনা ছুটতে আমি দিশাহারা হয়ে আলেয়ার পিছে পিছে,
গোপন ব্যথা নিয়ে আহত হৃদয়ে।
আমি যে হাটুজল পার হওয়া আত্রেয়ির সাথে
ঝরা বকুলে আমি, আছি ওই শিউলির সাথে ...
------------------------------
অমিতাভ (১১.১০.২০১৭)