বৃষ্টি - তোমাতে তো ভেজে কেহ কেহ
তুমিতো ভেজাও শ্রান্ত দেহ,
ভেজাও প্রকৃতি তুমি  জীবনের আশ্বাস
মেটাও অম্লান মুখে তৃষ্ণার্তের হাহাকার।
তোমার বন্দনায় তো দেখি পঞ্চমুখ
এ' গ্রহের অগণিত প্রাণ।


পার কী ভেজাতে তুমি
ভালবাসা হারানো যত উপসী মনের হাহাকার ??
কিংবা নির্ঘুমে থাকা আশাহত দগ্ধ হৃদয়টি ভেজাতে ?
বৃষ্টি - তুমি তো সোচ্চার, থেকোনা অমন করে নিরুত্তর হয়ে!
বালো না আমায়?
_____________________
অমিতাভ(১১.১২.২০১৭)