বেশ তো ছিলাম হেসে খেলে
বন্ধু স্বজন নিয়ে মেতে,
ভালবাসা ?
তাও ছিল আপনারেই ঘিরে ।

যেদিন হতে তুমি এলে  
হাত বাড়ালে বন্ধু হলে,
পায়ে পায়ে গুটি গুটি
আমার যত অনুভুতি –

একটু একটু করে তারা
করলো এ'মন পাগল পারা,
কেমন করে তুমি যেন
পড়লে ঢুকে দেহে, সারাটা আমাতে।

ওই দুনয়ন চপল চাহন
গন্ধ দেহের গড়ন বলন
সবই কেমন নেশা ধরায় .....
বুঝতে পারিনা যে ।

নিজেই বোঝাই নিজেরে যে -
পাগল নাকি, কিছু বুঝিস না ছাই ?
ওরে তুই গিয়েছিস ফেঁসে -
ওযে বন্ধু তো নয় যে সে !!

মন মদীরায় ডুব দিয়ে তাই
মত্ত নেশায় ভাসি,
ওই দুচোখের বাঁকা চাহন
দুষ্টু মিষ্টি হাসি ।

কেমন করে বাঁধলে আমায়
ওই ভালবাসার পাশে,
ঢলে পড়ি মত্ত নেশায়
তোমার উছল প্রেমের ফাঁদে ।

বেশ তো ছিলাম হেসে খেলে
বন্ধু  স্বজন নিয়ে মেতে ,
কেমন করে তুমি যেন
পড়লে ঢুকে দেহে, সারাটা আমাতে।
==============
অমিতাভ (১৮।৯।২০১৪)