একাকী আনমনে নিভৃতে নিরজনে
কারে যেন বার বার
শুধুই পড়ে যে মনে
বসন্ত প্রভাতের এই আনন্দমেলায়


কত রঙ মেখে ওই
ফুলেরা উঠেছে মেতে
সবুজ ধানের ক্ষেতে পাখির কলতানে
ধরণী উঠেছে সেজে বসন্ত উল্লাসে


ওরে কোকিল সারা বসন্ত ঘিরে
কারে যে তুই মরিস খুঁজে
অবিরাম অনুক্ষন তোর অক্লান্ত চিৎকারে –


তুইও কি আমারই মতন?
খুঁজেই চলেছিস তারে –
নিশিদিন অবিরাম কিচ্ছু না ভেবে?


কারে যেন বার বার
শুধুই পড়ে যে মনে
বসন্ত প্রভাতের এই আনন্দমেলায় ...
==================
অমিতাভ (১৬.২.২০১৬)