বোধন
----------
হবি কি তুই সাথী আমার
যুগুযুগান্ত একসাথে?
হাসব খেলব ভাসব দুজন
জ্বলব পুড়ব একসাথে।
পায়ে পায়ে চলব যে পথ
জড়িয়ে বুকে তোকে নিয়ে,
নদী তীরে নিরজনে
হিজলতলায় ঘর বেঁধে।      


তুই হবি দীপশিখা আমার
আমি হব প্রদীপ তোর
তুই হবি ঘর ছাউনি আমার
আমি হব উঠোন তোর।
-------------------------          
অমিতাভ(৮.৩.১৮)