বন্ধু যে সে দুষ্টু মিষ্টি সব সময়ের সাথী
বন্ধু মানে যাকে ছাড়া আনন্দ সব মাটি ।
হাসি মজা ঝগড়াঝাটি খুনসুটি টিটকারি,
একটু পরেই গলাগলি - জড়িয়ে বুকে ধরি ।


আনন্দে যে সরিক হয়ে নেই বিপদ কালে পাশে,
হতেই পারে অনেক কিছু বন্ধু সে নয় মোটেই।
অন্ধ পথের গলি হতে যেজন আমায় টেনে তোলে
আলোর দিশায় দেখায় যে পথ, আমি বন্ধু তাকেই বলি।


হাসলে আমি সেও হাসে, কাঁদলে তারও পরাণ কাঁদে
সুখের সময় নাই বা র’ল, দুঃখে পাশাপাশি ।
অনেক দুরে থেকেও যে জন ভীষন কাছাকাছি ।
এমনই কেউ হয় যদি সে, বন্ধু তাকেই বলি ।


বৃষ্টি নদী উড়ো ঘুড়ি বন্ধু আকাশ জল
কান্না হাসির জীবন পথে হাত ধরে তার চল।
বন্ধু যে সে দুষ্টু মিষ্টি সব সময়ের সাথী
বন্ধু মানে যাকে ছাড়া আনন্দ সব মাটি ।
======================
অমিতাভ (২৯।০৩।২০১৩) বাড়ি,সকাল ৭-৩০