চাইনা তো আর এই মানুষ জীবন
এমন ঠুটো মানুষ হতে।


চাইনা যে হিংসা, দ্বেষ, ভোগ বাসনার -
এমন চাদরে জড়াতে গায়ে।


অনর্থ স্বার্থকে পরমার্থ করে
চাইনা আমি ধৃতরাষ্ট্র, মিডাস্ কিংবা কংস হয়ে যেতে !!


চাইনা অমন কামতাড়িত পশু হয়ে নারী মাংস খেতে
কিংবা অমন নেতা হয়ে রক্ত চুষে যেতে ।


চারিদিকে তুঘলক ইবলিদের অবাধ বিচরন,
কত যে নিরো আর ক্যেলিগুয়ার শুনি উন্মত্ত উল্লাস!


নরপিশাচেরা ওই বাজায় দুন্দুভি, ওরা করে ধুন্ধুমার
হাসান হুসেন যীশু আর চৈতন্যের শুনি হাহাকার !


বড় ক্লান্ত আশাহত নানবিকামি এক
হাল ভাঙ্গা পাল ছেঁড়া আমার ডুবন্ত জাহাজ, এই জীবন দরিয়ায়!


চাঁপা তলা বকুলবিথী, পদ্মপুকুর কাজল দীঘি,
কল্পবৃক্ষ হয়েছে ওরা নেই কোথাও আর - আছে পিজ্জা বার্গার!


আমাকে একটু বাঁচতে দাও ,
হ্যাঁ হ্যাঁ -শুধু আমার মতন করে একটু রক্ত মাংস ওয়ালা মানুষ মন নিয়ে...
_______________________________
অমিতাভ (৯।২।২০১৫) সকাল ৬-৪৫, বাড়ি