শাপলা পুকুর, ঝিঙ্গে ফুল আর হাসনুহানার সাথে,
ছিলেম পাহাড়তলি নিয়ে ।
ওখানে শিশির ভেজা ভোর, নীল সবুজের মেলায় -
আছে প্রাণের উচ্ছাস ।


আছে সুগন্ধ ছড়িয়ে ফুল হাসি নিয়ে মুখে,
নেই কোনও মেকি সেথায় আতর ফরাসি ।
আছে টাটকা বাতাস - নিতে বুকভরে নিশ্বাস,
নেই তার দেখনদারি ।


এখানে দেখেছি জীবন সোনালী সকাল,
নীল জোছনায় পেয়েছি তৃপ্তির আস্বাদ ।
দেখেছি অস্তাচল -
দিগন্তরেখায় আকাশ মাটির সঙ্গম ।


নীরবেই আলোকের আঁধারে গমন -
গর্ভে নিয়ে নুতন সকালের ভ্রূণ ।
_______________________
অমিতাভ ( ১৪.১০.২০২১) বরোন্তি
পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রাম থেকে