চুমু দিবস
-----------
আজ সকাল থেকেই দেখছি হাওয়ার বদলেছে দিক
আজ নাকি শুনতে পেলাম চুমাচুমি দিন
উত্তুরে হাওয়াটার আজ বন্ধ কপাট ,
বইছে ফুরফুরে মৃদুমন্দ বাতাস বেশ চুমু চুমু ভাব।
ডাইনে বাঁয়ে উপর নিচে যেন চুমুর ঘুর্ণিবায়।
কেউ দেখি বলছে সোজাসুজি ,
কেউ বা ঘুরিয়ে বলে কেউ আলেঝিলে।


আরে ভাই চুমু তো খেয়েই চলেছি
সেই আবাহমানকাল,
চায়ে চুমু দুধে চুমু কারন সুধায় চুমু
কারনে অকারনে চুমু দিয়ে যাই জলে।


চুমু দেই শরবতে বিয়ারে চিরতার জলে
চুমাচুমি চলে নালে ঝোলে অম্বলে।
এর ওপর আজ আবার বিশেষ চুমু আয়োজন!
কত না বিজ্ঞাপন কত আলাপন আর কত গুঞ্জন!


দে তবে দিয়ে যা, এখানে ওখানে তুই
নিয়েও যা, যেখানে মন চায় তোর নে।


তবে জানিনা এত এত চুমু শেষে হবে কি হজম?
নাকি সমুহ বিভ্রাট, নির্ঘাত হবে বদহজম?
------------------------------------------
অমিতাভ (১৩.২.২০১৮) বাড়ি, ১-৪৫