সেদিন ছিল ধুলোমাখা গোধুলী বিকেল
ডুবতে থাকা সুর্যটাও ছিল সেদিন
কেমন লালচে রাঙা ঘোলা!


তুই ছিলি তোর সোহাগ ছিল
আমার আবার দেমাক ছিল ,
চোখ পাকিয়ে ওই দু'চোখে
কটমটিয়ে সাঁজবেলাতে
যেই না ছুঁলি তুই আমাকে
তোর ওই নরম ফুলেল হাতে,
কোত্থেকে যে পড়ল ছিটে গায়ে -
বৃষ্টি হয়ে গেলাম গলে তোর তাপে উত্তাপে !


ফুচকা বাদাম ঘাসের শিষ
আমি উত্তাল তুই উনিশ,
সব মিলিয়ে ছিল কেমন রামধনু বিলাস!


সামনে এলেই গোমড়া মুখে মুখ ফিরিয়ে তুই
যেই না পেছন, উদাসি তুই উদ্বিগ্ন চঞ্চল,
ওই দু চোখের কতই না অমেয় সংলাপ !!


মান অভিমান কপট রাগে
বন্দী ছিলাম দুইজনাতে গভীর অনুরাগে,
বৃষ্টি হয়ে গেলাম গলে - তোর তাপে উত্তাপে !
-----------------------------
অমিতাভ (১.১০.২০১৭)