একদিন যে পাখির ভেঙেছিল ডানা,
মূহ্যমান হয়েছিল শোকে,
একটি নিঃস্বার্থ হাত তার অনুভব, উষ্ণতায়
দিয়েছিল নতুন জীবন,
উড়তে দিয়েছিল তাকে
ওই খোলা নীল আকাশে আবার।
নিতান্ত অবোধ পাখি উড়েছিল ডানা মেলে,
নতুন স্বপ্ন নিয়ে চোখে।


ওই হাতই একদিন দেখাল অন্য আকাশ,
বোকা পাখি অক্ষম, পারেনি উড়তে আর নতুন আকাশে।
করুণাময়ী ওই হাত ছাড়েনি উদ্যম
একে একে দিল তাতে কত রং কত সংযোজন,
কত না রঙিন পাখা কত সমাচার!
বোকা পাখি অপারক,
চিনলো না ওই অতি উত্তম , পবিত্র মহানুভবদের।


পাখি যে বোকা বড়, বনের সে গ্রাম্য বড়
সে কি করে মিলবে
ওই শহুরে রঙচঙে পবিত্র, পরিশিলীতদের সাথে,
যদিও ওই হাতও রয়েছে ওদেরই সাথে সাথে ?


বোকা পাখি বড়ই আহত আজ, মূহ্যমান শোকে
দুমড়ে মুচড়ে সে আবার ডানা ভেঙ্গে পড়ে।
বুঝলো না কেউ তার কি যে যন্ত্রনা!!
শহুরে তো ওরা ! আর সেই দয়াময়ী হাত!
ডানা ভাঙ্গা পাখি আজ হাসির খোরাক!
________________________
অমিতাভ(২৫.১.২০১৮) রাত ২-২০