হারিয়ে যেতে চাই আমি জড়িয়ে তোমাকে
সুরভিত মালা হয়ে গলায় তোমার রাগে অনুরাগে ...
ছড়িয়ে দিতে চাই সুগন্ধ সৌরভ যত গৌরব আমার
তোমার আঙিনায় শুধু তোমারই সকাশে ।


তোমার বাঁশীর সুর  আমাকে যে করেছে ব্যাকুল
ওই সুর ওই তান তার আবেগে আবেশে।
আমাকে করেছে ওরা আবেশিত - দুর্বল,
করেছে চির অনুরাগী যে তোমার!


কেন তোলো বারে বারে ওই জাগানিয়া সুর -
ডাকাতিয়া ওই চোরা বাঁশীতে তোমার ?


আমি তো হতে চাই শুধু তোমার পূজার ফুল
রইব ছড়িয়ে তোমার বক্ষে, চরণতলে
পাপড়ি ফুলের হয়ে কোমলতা দিয়ে,
যা আছে আমার ধন সব লুটিয়ে তোমায়।
__________________________
অমিতাভ(২২.১.২০১৮) বাড়ি, রাত ২-০০