পোষ না মানা উচ্ছসিত তারাবাতির ফুলকির মত
একদিন ছিল যে যৌবন সাথে,
তারে আজ দেখি ক্রমশ আঁধারে হারাতে
সময়ের শিকড় বেয়ে নেমেই চলেছে দেখি কোন অজানা গভীরে।


হেমন্তের পত্রমর্মরে শুনি তার পদধ্বনি,
ছড়িয়ে রয়েছে ওরা ফেলে আসা পথের ধুলায়।
যদিও রেখেছি তারে আজও বড় সযতনে,
আদরে আদরে এই বুকের ভিতর,
দুরন্ত নির্ভয় স্বপ্নীল যৌবনকে আমার।
সেই জেদ উচ্ছাস উদ্দামতা,
যৌবনের আবেগ আক্রোশ যারা ছিল এ'জীবনের বেদ ও পুরাণ।


বন্ধু - সেই তো জীবনের পত্রলেখা,
বহন করে চলেছি যারে আজও
মননে ভাবনায় হয়তো বা ব্যবহারেও -
বড় আপনার করে।
সেই তো জীবনের ছিল যত ইন্ধন - সেতো যৌবন!!


আজ তার পদচিহ্ন দেখি -
মিলায় নির্জন বালুচুরে সমুদ্রের ঢেউয়েদের গ্রাসে
____________________
অমিতাভ(১৮.১২.২০১৭)