কাল -
------
ছিল  গীতিময় চঞ্চল এক স্বপ্নীল শৈশব
এক মুঠো সোনা মাখা রোদ্দুর গায়,  
ছিল সেই ওম ওম শিতের সকাল ।
খড়ের গাদাটার গায়ে ছোট্ট সেই আমি ,
ছিল রোদ্দুর পোহানো কত সুখের সকাল ।
পাশেই মাচানটায় ছিল হলুদ ঝিঙে ফুল -
গুন গুন যেথায় উড়তো ভ্রমর ।
কল্কা আঁকা সুতির চাদরে আমার  
আঁটোসাঁটো জড়ানো ছোট্ট সেই আমি ,
ছোট্ট ছোট্ট পায়ে শিশিরে ভিজিয়ে পা
চলেছি এগিয়ে হাতে ফুলের সাজি ।
সাথে ছিল সাধের ফড়িং ওড়া ভোর ,
আহা ছোট্ট আমি যে ছিলাম বিভোর ...


আজ -
-----
ইটের পাঁজরে লোহার খাঁচার ইমারতি জঙ্গলে
হারিয়ে গিয়েছে স্বপ্ন রঙিন সোনালী সেদিনগুলো
দুচোখ জুড়ানো সবুজের ঢাল আজ শুধু ইতিহাস ।
হারিয়েছি পায়ের নিচের শিশির ভেজা আঁকা বাঁকা মেঠো পথ  ।
সাথে হারিয়ে গিয়েছে দেখি সাধের ভিটে মাটিটাও ।
আমিতো হয়েছি আজ বড় তালেবর
তবে পায়ের নিচে আজ শুধু পিচ আর পাথর !
ফুল পাখি সবুজেরা নিয়েছে বিদায়
চারিদিকে দশাসই আগ্রাসী বাড়ির জঙ্গল ।
ঘরে বাইরে পথে অন্দরমহলে হাতে আজ যন্ত্রের যান্ত্রিক জনপ্রিয়তা ।
বাঁচার ক্ষুন্নিবৃত্তি আজ করেছি সম্বল
আপোষের নিম্নরুচির যত শহুরে জঞ্জালে ।


এই সময় -
--------
ছোট হতে হতে আমার বৃত্তে বরাদ্দ এখন
শুধুই এক চিলতে ওই ছোট্ট আকাশটুকু -  
কোণের জানালাটার গরাদের ওপারে ।
আজ বন্দী হয়েছে এ'জীবন আধুনিকতার 'হেমলক' পাণে ,
পরেছে শিকল বেড়ি যত মেকি আতর মেখে কাগজের ফুলের সম্ভারে ।
অন্তর বাহিরকে দেখে আজ স্তম্ভিত নির্বাক !
পরাধীনতার বেড়াজালে আজ শুধুই আপষ ,
একটু বেঁচে থাকার কি নির্মম প্রয়াস !
---------------------------------
অমিতাভ (১৩.২.২০১৭)