ফুট ফুটে সোনাটা
ওলে বাবা উমম্...মাঃ ,
হাটি হাটি পা পা -
নার্সারি স্কুলে যা ।


ইস্কুল কলেজ হয়ে
ইউনিভার্সিটির  দোরে পা,
আড্ডা – চুমু – প্রেম,
খুনসুটি পায়ে পা ।


সিগারেট পানাহার –
রকবাজি ভাঁড়ে চা ,
স্বাধীন স্বপ্নময়
খোলা মন এক আকাশ।


কখনও ইনকিলাব
গুয়েভারা ভেন গগ,
কখনও বা কবিগুরু নজরুল
কিংবা জীবনমুখী কবিতা,
পড়াশুনা শেষ করে -
জীবিকায় লেগে যা ।


এরই পরে বিয়েটা
ওঁয়া ওঁয়া সংসার ,
বাঁচার ইঁদুর দৌড় –
সময় তো নেই আর
দুটো মুখে গুঁজে তুই
শুধুই ছুটে যা ।


ছেলেপুলে বড় হয় -
জীবিকায় অবসর ,
বাগানের যত ফুল
ফুটে গিয়ে ঝর্ ঝর্ ।


আইভি লতার শেষ
পাতাটিও ঝরে যায় ,
সুখের সেদিন গুলো
বুঝি দাড়ি টেনে দিয়ে যায় ।


বড় একা চুপ্ চাপ্?
নাম জপে বসে যা,  
শেষ হলে খেলা তোর
বল হরি হরি বোল ।


জীবন নামচায় তোর –
ঢের হল .... বাড়ি যা ।
=============
অমিতাভ (১.০৫.২০১৩ )
দুপুর ১২-৩০ , বাড়ি