আমার আকাশ খোঁজে শঙ্খবেলা,
নেই আলো নেমে আসে রক্তাভ লাল গোধুলিবেলায় l
ছায়ারা দীর্ঘ হতে দীর্ঘতর হয়, ভাঙ্গা ঢেউ বালুকাবেলায়
আঁধারের বুকে নামে কালান্ধকার |


ঝরাফুলেরা ওড়ে ধুলোমাখা গায়
দমকা বাতাসের সাথে ধুলায় ধুুলায়,
হারিয়েছে সৌরভ ওরা আজ সুগন্ধহারা |
নেই আর অনন্ত আকাশে আলো নীল,
হারিয়ে গিয়েছে শ্বেতশুভ্র মেঘেদের মেলা ।
কালো সামীয়ানার নিচে এখন শুধু নিকষ অন্ধকার |
----------------------------------
অমিতাভ (২৩.৯.২০১৭)