মনপাখি তুই যা না উড়ে
তোর ইচ্ছেডানা মেলে
তেপান্তরে কাশের বনে
তির তিরিয়ে বয়ে চলা -
শান্ত নদীর তীরে,
ডাহুক ডাকা দীঘির ধারে
শাল শিরিষের বনে,
তুই যা না আপন মনে
যা উড়ে তুই বনে।


জোনাক জ্বলা রাতের মায়ায়
হাজার তারার সামীয়ানায়
চাঁদ জোছনা গায়ে মেখে
যানা রে মন ভেসে
তোর স্বপ্নকল্প দেশে !


বাড়িয়ে দে তোর
কোমল তনু
মন যারে চায় অহর্নিশি
তারেই ওরে দেনা রে তোর
একান্ত নিভৃতে রাখা
ব্যকুল মনের হদিশ


যা রে ও'মন যা তুই ভেসে
ইচ্ছেডানায় ভেসে ভেসে
মন যারে চায় মন খুঁজে পাক
তার সুখের অাস্তানা ।


বাঁধনহারা মুক্তধারা
মুক্ত মনের মুক্ত নেশায়
মনপাখি তুই খুঁজে নে রে
তোর মনের মানুষটিরে ।
-----------------------
অমিতাভ(২.৮.২০১৭)