নিজেকে ভাবতে বড় ভাল লাগে -
সবুজ বনানীর মাঝে মুক্ত হাওয়ায়
আমি এক লাল ঠোঁট চন্দনা টিয়া।
যেখানে গান গাই মুক্ত বিহঙ্গ হয়ে
আপনার মনে,
বিলিয়ে দিই যত নিঃস্বার্থ ভালবাসা
অন্যজনেদের,
গুন গুন গান গেয়ে ডালে ডালে উড়ে।
সেখানে নেই কোনও তক্ষক ভিমরুল
কিংবা নেই শিয়ালের লালায়িত জিভ।
ছড়িয়ে রয়েছে নিষ্পাপ, শান্তি বারতা অমলিন
তাল শিরীসে ছাওয়া ওই ঝর্না তলায়।
আমি শুধু গান গাই, পাখা মেলে উড়ি নীল
আকাশের নিচে ওই বনছায়া তলে।
______________________
অমিতাভ(৬.১.২০১৮) বাড়ি, সকাল ৮ - ৩০