কেউ কি আছো ?
যে আমাকে ফিরিয়ে দিতে পারে
ওই ছোট্ট কাগজের নৌকোটা আমার?
বৃষ্টিভেজা শ্রাবনের কোনও একদিনে
বাঁশের খুঁটিটা ধরে খুব সন্তর্পনে,
ভাসিয়েছিলাম যারে তুই আমি একসাথে,
ওই দাওয়াটার এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে ...
বৃষ্টি পড়া টিনের চাল থেকে ঝরা জলের ধারায় ,
কতনা স্বপ্নের পসরা দিয়ে সাজানো ওই ছোট্ট নৌকোটা!


তুইও তো নেই আজ,
হারিয়ে গিয়েছিস কোন অজানায় ভেসে ভেসে,
কেউ দাওনা ফিরিয়ে খালি,  নৌকোটাকে আমার!
শূন্য এ'বুকে তাকে রাখবো জড়িয়ে সমাদরে
স্বপ্নময় স্মৃতিলেখার পরতে পরতে তারে সোনার তরীটি করে!
-------------------------------------------
অমিতাভ(২৩.১২.২০১৭)বাড়ি, রাত ১১-৪৫