নিত্যদিন খাঁ খাঁ হৃ্দয় নিয়ে
আমার যাত্রা বদর বদর জীবিকার সন্ধানে,
বুকে ধরা ফাইলটাকে ভর্ত্তি করে নিই
আমার অর্জিত নানান পরিচয় পত্রগুলো দিয়ে।
ফিরে আসি দিনশেষে,
প্রাত্যহিক ব্যর্থতা নিয়ে যাত্রাশেষে মাস্তুল ও বৈঠা ভেঙ্গে ছেঁড়া জাল নিয়ে -
খাঁ খাঁ হয়ে ঘরে ।
পরিচয় পত্রগুলো হাটেবাজারে বিকিয়ে দিয়ে, বিনা বিনিময়ে - আমি সাধারণ!


এভাবেই রোজ রোজ মরে গিয়ে বেঁচে আছি
খাঁ খাঁ হৃদয়ের সাথে আমি ঘর করে,
মৃত্যু যন্ত্রণার চাইতেও অনেক অনেক বেশি
যন্ত্রণাগুলো নিয়ে - আমি সাধারণ !


এমনি করেই হামাগুড়ি দিয়ে চলেছি আমি অনন্ত অন্ধ বলয়ে,
লোকচক্ষুর অন্তরালে আমি ফল্গুর উত্তরসুরি - আমি সাধারণ!
____________________
অমিতাভ (১৮.১১.২০১৭)বাড়ি, রাত ১১-৪৫