মন্দ ভালর ধ্যান ধারণা, বিচারবুদ্ধি কেন দিলে?
ন্যায় অন্যায় নিয়মনীতির প্রশিক্ষণ ও বিচারশক্তি কেনই বা তা দিয়েছিলে ?


কেন স্বপ্নালু দুচোখে দিলে সুন্দরের সাক্ষাতের আশা?
কেন দিলে এমন সুস্থ কোমল সরল এ' মন অসুস্থদের এই মিছিলে?


কেন ওই বেপথুরা নৃত্য করে আজ উল্লাসে,
দেদার সমর্থনে এমন নির্লজ্জ সান্নিধ্যে ?


কেন তোমার আঙিনায় ম্লেচ্ছদের দাও অবারিত অনুমতি, এত এত স্বীকৃতি?
সভ্যতা হত্যা করে কী চাও তুমি ওগো প্রভু ?


পদে পদে লুট হয় দেখি সত্য - সুন্দর - সুস্থতা,
নির্বাক বধির হয়ে অন্ধ যে রয় বিচার প্রথা!


অনন্ত সুন্দরের দেখা তবে হবেনা কি কখনও আর?
কেন তবে দিয়েছিলে কিছু সুস্থ চিন্তা, ঋজুতা?
____________________________
অমিতাভ(২১.১.২০১৮) বাড়ি, রাত ১১-৪৫