দূর হতে দূরে ওরা
ক্রমেই যায় সরে
ঘন ওই রাত কুয়াশায় -
কাঁটাতার ঘেরা কোন নিষিদ্ধ বনে।


আমার হামাগুড়ি দেওয়া ভোর,
মায়ের আঁচল কোল,
আর সেই প্রজাপতি ছুট।
স্কুল ফেরা একদল দস্যি দামাল,
খিল খিল সবাই রাজা,
সাথে দাড়িযাবান্ধা আর সেই গোল্লাছুট!


যতই ছুঁতে যাই তারে আঁকড়ে ধরে
জড়াতে চাই এই বুকের ভিতর,
ও শুধু সরেই যায়,
পুজাশেষে ভাসিয়ে দেওয়া
অঞ্জলীর ফুলের মত।


ঝলসানো রংচটা ছবির ফ্রেমগুলি ঝোলে
হা হা এই বুকের দেয়ালে দেয়ালে ....
_____________________
অমিতাভ(১৩.৩.২০১৮)