মন বলে
--------
মন বলে -
নিধাগে এই বসন্ত বেলায়
হারিয়ে যাই অজানায় অচেনা ওই দেশে,
খোলা হাওয়ার সাথে চল যাই ভেসে ভেসে ।


আঁকা বাঁকা পথ ধরে বয়ে
ভিনগাঁয়ের ওই পলাশবনিতে,
যেখানে রয়েছে সুখ অবারিত উন্মুখ
সোঁদামাটির গন্ধে,ধুলোয়, আশোকে শীমুলে।


নেই ইট কাঠ পাথরের জঞ্জালে মেকি সাজ সেজে
অযান্ত্রিকের যত যান্ত্রিকতা,
ওখানে আছে সুখ বুনো হাসনুহানায়
উন্মুক্ত নীলের নিচে সবুজের ভাষায় ।
------------------------------------------
অমিতাভ ( ১২.২.২০১৮) বাড়ি , দুপুর ১- ২২