মন কেন বার বার
আজও শুধু খুঁজেই বেড়ায়
সোনালী চিলের ডানায় ভেসে ভেসে।
সেই ফেলে আসা ফানুসের
দুরন্ত হাওয়ার স্রোতে শুধুই উড়ে যাওয়া,
মন দেওয়া নেয়া নিয়ে
মনের মণিকোঠায় আলেখ্য আলোকপ্রপাত -
মণিকে আমার।


মণি - তুমি কী শুনতে পাও
এই আর্তের হাহাকার, অনুনয় কিংবা চীৎকার
না হয় নিদেন আবেদনটুকু ?


আমার স্বপ্নভেলায় আজও তো বয়েই চলেছি
আমি তোমাকেই বাতিঘর মেনে
হলেই বা কুয়াশাচ্ছন্ন মায়াকাণনের
তুমি আজ এক প্রহেলীকা !!
--------------------------------------------------
অমিতাভ (১৪.১২.২০১৭) লেকের ধার, ভোর ৬-১০