উড়তে দে না মনকে রে তোর
এবার মুক্ত করে দে তারে,
ভাসতে দেনা আপন ডানায়
সুনীল আকাশ প্রান্তরে ।


কোন ডালে সে বসবে কখন
কারুই তো তা নেই জানা,
কোথায় ভাল, মন্দ বা কী
সে তো শুধুই মনের জানা ।


শুক হয়ে মন খুঁজেই চলে
সারির মতন সুখটাকে
কোথায় মনের সুখের সাকিন
মন নিজেও তা জানেনা।


ইচ্ছে মনের হোক না পুরণ
ডানা মেলে দিক পাড়ি
দুদিনের এই জীবনটাকে
দিক ভরে মন সুখ দিয়ে ।
------------------------
অমিতাভ (৬.৯.২০১৭)