আমিতো নই কোনও মুক্তো দানা, নই তো মনিহার
নই আমি কোনও আদরণিয়ার গলায় দোলা সৌখিন অলঙ্কার।
আমাকে দেয়নি হতে -
শিশির ভেজা ভোরের ফোটা আকাশমনি ফুল ।


আমাকে চলতে হয় পথ,
উবড় খাবড় আর কাঁটায় ভরা পাহাড় সরিয়ে।
ওখানে নেই কোনও মায়ায় ভরা বাড়িয়ে দেওয়া হাত,
নেই কোনও আশির্বাদি গুরু কিংবা নেতার দাওয়াত।
আমাকে বাঁচতে হয় গ্লাডিয়েটরের মত করে,
অহরহ রক্তক্ষয়ী শুধুই লড়াই করে করে।


তাই অন্যায়ের বিরোধী আমি শেষ রক্তবিন্দু দিয়ে
বাঁচার যুদ্ধে আমি আছি, তবে কেবল লড়াই করে।
আমার মনন বলে আমিও এক বিদ্রোহী ভৃগু,
না হয় পরশুরাম কিংবা হয়তো গুয়েভারা!


আমিতো নই কোনও মুক্তো দানা, নই তো মনিহার
নই আমি কোনও আদরণিয়ার গলায় দোলা সৌখিন অলঙ্কার।
আমাকে দেয়নি হতে -
শিশির ভেজা ভোরের ফোটা আকাশমনি ফুল ।
__________________
অমিতাভ(২৩.১.২০১৮)