এ’জীবন তো আদপে এক
হাতেটানা ঠেলা টেনে, ধুঁকে ধুঁকে চলার কাহিনী
যত দিন আগুয়ান মোহনার পথে ঠেলার ওজন যায় বেড়ে
বেড়ে চলা আসবাব সামগ্রীর আকারে ও ভারে।

ক্রমাগত বেড়ে চলা এই দুরূহ বোঝার বেড়ি টেনে
অনিশ্চিত জীবনের গতি ও প্রগতি,
বেতালের মত ঘাড়ে চিপকে জড়িয়ে আছে
ছিনে জোঁক কিংবা এঁটুলি যেমন।


অগণিত সিঁদুরে মেঘ, বজ্রাঘাত আর বৈশাখি ঝড় নিয়ে সাথে
চার খুঁটি চালা বেঁধে বাস্তবের বসতি,
আগামির প্রতি পল অনুপল ধরে ওরা চলে সাথে সাথে
অন্তিম সময়ের ঘোষণা অবধি।


ভাবতেও অস্বস্তিতে কেমন শিওরে ওঠে প্রাণ
এ’কী অসহ্য এক ভয়ানক অশরীরি গল্প কাহিণী !  


ভাবা যায়?
এমনই এক গল্প যা কিনা অকাট্য অমোঘ
এ যে অনিবারি নির্ঘাৎ অব্যক্ত পরিণতি
একেবারে যাহা কিনা তিন সত্যি ...  
=========================
অমিতাভ (২৩.১১.২০১৫)