নিজেকে বাঁচাতে চেয়ে
সেই যে কবে থেকে পালাতে করেছি শুরু,
পালাতে পালাতে দেখি পালানোই হয়েছে অভ্যাস
কেমন নিজেই নিজের থেকে পালিয়ে বেড়াই।


পালানো শব্দটা ইদানিং বড় প্রিয় হয়ে উঠেছে মনে মনে
কবে যেন অজান্তেই সে বেঁধেছে বাসা - মনেরই এক কোনে,
পালানোই হয়েছে আমার বিনোদন প্রয়োজন হয়েছে বিলাস,
সময় পেলেই কেমন পালিয়ে বেড়াই!


বড় হাসিও পায় দেখে
যখন পালাতে পালাতে কোনও  দগ্ধ দুপুর বেলায়
সামনে সাজিয়ে বসি বুদবুদ ওঠা 'চিলড বিয়ারের' মাগটাকে নিয়ে,
নিভৃতে কোনও  এক অনামি পাবের কোনে বসে কাটাই
সময়,
দেখি ওখানেও এক দঙ্গল ওরা ইতিউতি ভিড় করে পাবে,
হায় ওরাও যে একই - সমগোত্রিয় ওরা সবাই পলাতক!


যখন শরীর  ও মনের চক্ষু মেলে চাই চারিদিকে,
দেখি কি দুরন্ত গতিতে  এগিয়ে চলেছে সমাজ আধুনিকতার  নামে
বুলেট ট্রেন, সুপার সনিক জেট, হাই ওয়েতে ছুটে চলা দ্রুতগতি গাড়ি।
আপাত দেখলে তাই মনে হয়,
আসলে মানুষ  বড় ক্লান্ত, কোথায় শান্তি, স্থিরতা কোথায়?
নিঃস্ব তারা মনে মনে শূন্যতা নিয়ে,
ঘরে বাইরে নেই 'সিকিওরিটি' কোথাও,
কোথায় মায়ের হাত মাথার উপর
নির্মল হাসিমুখে প্রানবন্ত স্বজন প্রিয়জন, কোথায় সুখের ঘর?
ওরা সবাই পালাতে ব্যস্ত শুধুই পালিয়ে বেড়ায়।


রাতের আকাশে দেখি তারা খসে পড়ে,
কক্ষচ্যুত হয়ে নক্ষত্রও পালায়,
প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙ্গে অহরহ,
নির্বাচন, গনতন্ত্রের নামে করে দাঙ্গা মারপিট,
আসলে পলায়ন, অস্থিরতা অসংযম, কেউ করে চুরি,
পালায়, ওরা সবাই আসলে পালিয়ে বেড়ায়।
__________________________
অমিতাভ (২০.৪.২০২৪)গৃহকোণ