আমি নই কোনও বব ডিলান
অথবা কোনও রাজপ্রাসাদের স্বর্ণখচিত খিলান,
নই তো রজনীকান্ত কিংবা
কোনও জীবনানন্দ আমি।


নিঃস্বার্থ ভালবাসা যেমন অম্লান জানি
খোলা নীল আকাশ যেমন অসীম অনিল
তেমনই মানুষেরও আছে কিছু স্বাধীন অধিকার জানি
বলবার চলবার এবং উদর পোরবার ।


নীরবেই বসে ইতিহাসের পাতা ওলটাই
আর দেখে যাই হাজারো বছরের প্রহসন ও প্রবঞ্চনা !
এই পাপচক্ষে আজও দেখি
কত রক্তপিশাচেরা আজও কেমন করে আনাগোনা,
উলঙ্গ বর্বরোচিত হয়ে ওরা কাড়ে অধিকার
নেতা আর ধর্মগুরুর নামাবলী পরে!


শান্তি কি আসবেনা আর কোনও দিনও তবে
এই সবুজ গ্রহটিতে কখনও সে ফিরে?


শোনো - যত নেতাগন আর ধর্ম বাজার করা যত গুরু মহোদয়-
চাওনাকি এই পৃথিবী হোক আবার উজ্জ্বল বর্ণময় বাসোপযোগি ??


হায় -
তবে কি এরও পরিণতি ... এক পোড়া ধূমকেতু ??
____________________
অমিতাভ(২.১.২০১৮)