সুধি কবিগন এই আড্ডাতে আমি একেবারেই নবাগত । শুরুতেই সমস্ত কবিবন্ধুদের আমার হার্দিক প্রনাম ও শুভেচ্ছা জানাই । আপনারা সকলে পরিবারের সবাইকে নিয়ে সানন্দে থাকুন এবং সাফল্য সাথে করে এগিয়ে চলুন । ব্যস্ , আর নয় - এর পরে বলতে গেলে কেমন যেন মন্ত্রীর গলায় মেকি বুলির গন্ধ পাই ।


এই আসরে যোগ দিয়ে আমার বেশ ভাল লাগছে । এই আড্ডার আসরে ঠিক  কেমন ধারা আড্ডা হয় আমার ঠিক জানা নেই। তাই আস্তে আস্তে বুঝে নিয়ে ভেতরে যেতে চাই ।
এত জনের লেখা সমসাময়িক কবিতা পড়তে পারার জন্য আমি কৃ্তার্থ ।
কয়েকজন কবি গত কয়েকদিন আমাকে কাজী নজরুলকে নিয়ে কিছু লিখতে বলেছিলেন , তাই তাঁর বিখ্যাত বিদ্রোহি কবিতার ছায়াতে আমি ' নেতা ' নামে একটা ব্যঙ্গাত্মক কবিতা গতকাল   post করেছিলাম । আমি কোনও কারনেই তাঁর মতন এক মহান ব্যক্তিত্যকে ছোট করতে চাইনি । তবুও যদি কেঊ কুন্ঠিত হয়ে থাকেন , আমাকে জানাবেন আমি কবিতাটি মুছে দেব ।
আপনারা সকলে ভাল থাকবেন । পরে আরও কথা হবে।