ছোট্য বেলার সাথী তুই
একসাথে খেলে বড় হই ।


বৃষ্টিতে ভরা বরষায়
ঝরা জলে স্রোত বয়ে যায়।
এক কোনে মিলে দুজনায়
ভিজে চুব হয়ে খেলে যাই ।


কাগজের খেয়া বানিয়ে
দুজনাতে  দেই ভাসিয়ে –
ধুলো কাদা মেখে জড়িয়ে
বড় হতে থাকি দুজনে ।


দিনে কালে বড় হলি তুই
ফুলে ফলে ফুলে গড়নে ,
চারপাশে চোখ তোর ওপর
ভি আই পি তুই , আমি যেন পর ।


আরে , আমি ও যে ছাই বড় হই
সে দিকে তো চোখ কারও নেই ??


যখনই কাছে  তোর যেতে চাই –
কেন কি কারন জানা চাই ,


রাগে মাথা ঘোরে , ধুর ছাই -
শুধু তোর ছোঁয়া পেতে মন চায় ।


আনচান্ করে ভেতরে –
তোর পিপাসায়  কাবু যে !


তোর ফুল রেনু  সুগন্ধে –
মজে গেছি কোন অজান্তে ,


ভরা তুই জল থৈ থৈ
ডুব দিয়ে খুঁজি তল কৈ ।


ছোট্য বেলার সাথী তুই
একসাথে খেলে বড় হই ।
================
অমিতাভ (২.০৫.২০১৩ )
দুপুর ২-০০ , বাড়ি