==========


তুই যে আমার ভীষণ ভীষণ সুখ, একান্ত আপন
জীবনের আঙিনায় সদ্যফোটা সুগন্ধি গোলাপ ,
রঙে রূপে মৌতাতে অতুলনীয়া।
সযত্নে তুলে নিয়ে বুকের মধ্যে রাখি তোরে নিভৃ্তে সদাই
কাঁটার আঘাত ব্যথা আর রক্ত ঝরিয়ে।


কে জানে -
হয়তো বা সেও এক কপট ছলনা তোর
ওই কাঁটার পরিখায় বেস্টিত হয়ে  
একটু আড়াল করে থেকে -
নিজেরে করেছিস তুই আরও দুর্লভ আকর্ষনীয়া !!


যুঁই মালতি চাঁপারাও তো গন্ধ ছড়ায় –
উজ্বল অমলিন রূপ যৌবন নিয়ে ,
তবে তোরে কেন কিছুতেই ভুলতে পারিনা আমি
তোর আঘাতে কেন রক্ত ঝরাতেও এত সুখ –
কী জানি কেন ?


আসলে তোর কাঁটার আঘাতে যে রক্ত চোঁয়ালো,
হয়তো ফিরিয়ে দিবি এর অনেক গুন বেশি
তোর ঘাম গন্ধ লাল ঠোঁট - নরম দেহের উষ্ণতা
আর অফুরন্ত ভালবাসা দিয়ে ।


তোর সাথে রম্য হই
তোকে নিয়ে বন্য হই
নির্জন বালুতটে,  জোৎস্না ভেজা রাতে,
অবিরাম বরিষনে তোরে নিয়ে সাথে
কিংবা রাতের অমানিশার  নিশ্ছিদ্র আঁধারে।


জানিনা, বলতে পারিনা আমি, পারিনা বোঝাতে,
সবার শেষে  আবার বলে যাই শুধু -
তুই যে আমার ভীষণ ভীষণ সুখ, একান্ত আপন
জীবনের আঙিনায় সদ্যফোটা সুগন্ধি  গোলাপ ...
=========================
অমিতাভ ( ৩০।০১।২০১৫) সকাল ৬-৩০ , বাড়ি