কখন যেন ঘুণপোকারা ঢুকে গেছে ঘরে
নিঃশব্দে অজান্তে আমারই এই দেহে,
আমি বুঝতে পারিনি।

কুরে কুরে খায় যে ওরা -
হাড়গোড় আর মেরুদন্ড দেয় যে ধুলো করে,
দিনে দিনে উলঙ্গ হই চামড়া মাংস ছেড়ে
যত মূল্যবোধ হারিয়ে,
আমি বুঝতে পারিনি।

ঝুঁকিয়ে মাথা হজম করি
চুপ করে রই আপোষ করি, একটু বাঁচার লাগি,
এরই মাঝে কখন যেন ভেঙ্গে গেছে মেরুদন্ড
বিবেক বুদ্ধি লন্ডভন্ড,
আমি বুঝতে পারিনি।

সুস্থ জীবন, এক ঋজু মন –
আজ সোনার হরিণ যেমন,
ক্রমে ক্রমেই যায় হারিয়ে যায়না ধরা আর
সস্তা বাজি একটু জিতি জীবন যুদ্ধে একটু বাঁচি,
সামনে দেখি মেরুদন্ডহীন বুদ্ধিভ্রষ্ট বিবেকহীনের মিছিল !!
হারছি আমি হারছ তুমি হারছি অনেকেই
ক্ষমাহীন, ক্ষমাহীন এই অবগাহন
আমি বুঝতে পারিনি।

=======================
অমিতাভ (১৮,১১,২০১৫)

বর্তমান বিশ্বে আধুনিকতার নামে মানুষের মধ্যে এক অদ্ভুৎ অসহিষ্ণুতা,
হিংসা ঘৃনা ও বিদ্বেষ দিন দিন খুবই প্রকট হয়ে উঠছে তার সাথে দমন
পীড়ন ও নিষ্ঠুরতা। সুস্থ ভাবে বাঁচার জন্য খাদ্য বস্ত্র গৃহের পর যেই প্রাথমিক
উপাদানগুলির প্রয়োজন সেই ভালবাসা, মূল্যবোধ ও মানবিকতা ক্রমশই
হারিয়ে চলেছে আনাচে কানাচে বিশ্বের সমস্ত প্র।ন্তে, তারই প্রেক্ষিতে এই লেখা।
মনুষ্য সমাজের আত্মসমালোচনা বলতে পারেন, যদি একটু শিক্ষা নিতে পারি তা থেকে , একটুও যদি শোধরাতে পারি নিজেকে।