ছন্দহীনের মন্দকথা,
থাক কবিতা হোক না কথা হোকনা জল্পনা।
একটু না হয় দড়ি ধরে মারলামই বা টান,
একটু অভিমান।

ভ্রাতৃত্ব, সৌহার্দ বলি - প্রেম অহিংসা বলি
কিন্তু কোথায় ওরা আজ?
ভালবাসা বিরল বড় অশান্ত সমাজ।

হারিয়ে গেছে মানবপ্রেম –
কেমন মুখ বুজে রয় পিছে,
ধর্ষন বলাৎকারকে দেখি প্রথম সারিতে।

আগ্রাসন নির্বাসন দুঃশাষন প্রকট
বিরল নির্মল হাসি - মানবিকতা আর
একটু ভালবাসা  !

তাই –
ছন্দহীনের মন্দকথা,
থাক কবিতা হোক না কথা হোকনা জল্পনা।

কাব্য কবিতা আজ নয়কি দূরাশা ?
হোলোই বা জল্পনা - একটুু বচসা
কিছু কথা কিছু ভাবা কিছু সমাাধান।
হোক কলরোল হোক কোলাহল -
একটু  না হয় হোক না অভিমান  !!
========================
অমিতাভ (২০।১১।২০১৫)