কি আনন্দ – বসন্ত ঐ নেমেছে ধরায় ...

কোকিলের কুহু রবে মুখর সকাল,
ফুলে ফুলে রং লাগে আকাশে বাতাসে রং
পুলকিত হয়ে ওঠে দেহ মন আজ,
মখমলি হাওয়া বয় ফাগুনি প্রভাত।

চঞ্চল মুখরিত রঙে রূপে চর্চিত
নেচে ওঠে যত প্রাণ খুশির দোলায়
আজ বসন্ত সকাল।

এসেছে ফাগুন মাস –
কৃষ্ণচুড়ার ডালে, অশোক পলাশে ঐ
লেগেছে ফাগুনের ফাল্গুনি আঁচ।
ওরে - বসন্ত নেমেছে ধরায় ...

গুন গুন ভ্রমরের কল গুঞ্জরণ
আকাশে বাতাসে হিল্লোল।
চারিদিকে জাগরণ – ‘প্রাণ আছে আছে প্রাণ’
হরষে উল্লাসে তারে জানায় ফাগুন।

আজ ফাগুনে ছড়িয়ে যত
রং মেখে মন দোলে হৃদয়,
বাসন্তি রং সরষে ক্ষেতে - শাড়ীর ভাঁজে ভাঁজে !
রং লাগে ঐ মনের কোণে রঙিন নেশায় উঠলো দুলে
অন্ধকারকে সরিয়ে রেখে আলোর ঠিকানায়।

কি আনন্দ – বসন্ত ঐ নেমেছে ধরায় ...
------------------------------------------
অমিতাভ (২০.৩.২০১৬)বাড়ি, ভোর ৬-৪৫