ভালবেসেছিলাম তারে - দুহাত বাড়িয়ে
মনের দরজাটি খুলে সবটুকু দিয়ে ।


তারই প্রেরনায় সেদিন বেঁধেছি আমার নীড়
বড় সুখের ছোট্য সে ঘর ,
নানা রঙিন স্বপ্ন দিয়ে খুশির তুলিটি হাতে
দিয়েছি আলপনা কত দেয়াল, আঙ্গিনায়, ঘরময় ।


সে কেমন চুপিসাড়ে
নিজেরে সরিয়ে নিয়ে ভেঙ্গে দিয়ে গেল ঘর বার !


ছন্দময় এ’জীবনে  অসাচ্ছন্দ ছড়িয়ে রয় -
মলিনতা বিছায় ফরাস ...


জাল বুনে দিনেরাতে মাকড়শারা করে জঞ্জাল
নিরন্তর  কেটে ওরা করেই চলেছে ক্ষত
ঘুনপোকারা যত বুকের ভিতর।
সুখি গৃহকোণ আজ নির্জন নীরব খন্ডহর ...


ঘর ?
চার দেওয়ালের মাঝে নির্জনে পড়ে থাকা সেকি ঘর?
ঝরে পড়ে বালি তার - পলেস্তারাহীন এক খন্ডহর
বিনামেঘেই অন্ধকার - ছেয়ে রয় রাত্রিদিন আগামি সময় !!


অজানা বিজন পথে একলা চলেছি আমি
একি অন্তহীন দুস্তর অসহনীয় ...
-------------------------------------
অমিতাভ (২৯.৫.২০১৬)বাড়ি, রাত ২-৩০