মন ভাসে আজ কী উল্লাসে নীলাম্বরের নিচে নীল সাগরের নীলে ...


গোধুলীর ঝরে পড়া লোহিত আলোর আবীর ছটায় স্বপ্নীল দিগন্ত ললাট,
সীমাহীন সাগরের বিস্তৃত বালুতটে উচ্ছল উতল দুটি প্রেমিক পরাণ।
দূরন্ত হাওয়া এসে দোলা দিয়ে যায় প্রাণে ডানা মেলে দুইটি হৃদয় ,
নির্জন সোনাবেলায় সরব ভালবাসা ডানা মেলে দেয় যে উড়ান।


তোমার নীল শাড়ির ওই আঁচলে আঁকা দুধশাদা রং বলাকারা,
ওরা যে সব ভেসে ওঠে, আকাশপারে ডানা মেলে গড়ে মুক্তো হার,
খোলা হাওয়া লাগিয়ে পালে ওরা আজ উদ্দাম উত্তাল!
পাগলপারা এ’মন আমার কল্পনাতেই নীল দরিয়ায় ভাসায় সাম্পান ...


নির্জন বালুতটে সমুদ্রস্নানের শেষে তুমি আজ জীবন্ত ‘ভেনাস’
রূপের ছটায় ঝলসে যায় অবাধ্য দুই চোখ – অবুঝ দেহ মন ।
আমাকে করেছ তুমি তৃষ্ণার্ত চাতক,
জানু যোনি উদ্ধত ওই সুডোল আপেল স্তন ‍!
আমি যাই হারিয়ে বক্ষমাঝে বিভাজিকার রহস্যময় গভীরে –
তার দূরন্ত আহ্বানে !
বাঁকা হাসি মুখের কোণে, তোমার উদাসী ওই দীঘল চোখে জাগায় শিহরন -
কি উদ্ধত যৌবন !!
দৃপ্ত ভঙ্গিমাতে তুমি হও আগুয়ান
‘ভেনাসের’ আলোর ছটায় অন্ধ ‘কিউপিড’।


সরেও সরোনা তুমি গজগামিনী - এই মানসচক্ষু হতে ...
দুলে ওঠা গুরুভারে নিতম্ব তোমার –
আলোকিত ওই পিঠের মাঝে রহস্যময় মধ্যরেখার ঢল!
পাগল করা তরঙ্গিত ওই শরীরের গিরিখাতে সমতলে  শুধুই মুগ্ধতা ,
আবেশিত হই আমি স্তব্ধ হতবাক !


ঝোড়ো হাওয়া জাপটে ধরে, আঁচলখানি খসে পড়ে
উদ্ধত ওই উরুযুগল, আলুথালু বেসামাল তোমার গুরু স্তন,
নেচে ওঠে মাতাল হাওয়ায় বিভঙ্গ শরীরের আনাচ কানাচ।


উদ্দাম ওই ঢেউয়ের মতন সাগরপারে পাগল এ'মন আজ দিশেহারা বন্য উন্মাদ,  
ঝাঁপিয়ে পড়ে মানেনা বাঁধন অশান্ত আজ এই দেহ মন  – আজ সমুদ্রস্নান।
আছড়ে পড়ে বারে বারে ঢেউয়ের মতই উদ্দাম আজ দুই চঞ্চল হৃদয়
লুটিয়ে পড়ে নীল সাগরে, একাত্ম হয় দুইটি হৃদয় - আজ যে সমুদ্রস্নান ...
=========================
অমিতাভ ( ২০.৫.২০০১) গোয়া, আঞ্জুনা বিচ